বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ উপলক্ষে নোয়াখালীতে ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো’এ শ্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
যশোরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলার শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বগুড়া শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও হামলা, ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি, বান্দরবান ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসএস